এই মন চায় –
মাঝি হইয়া প্রেমের তরী,
তোর শহরে ভিড়াই।

সর্বহারা নিঃস্ব হয়ে –
তোর দিকেই কেবল,
অচেতন মন সারাক্ষণ,
চলে যেতে চায়-চলে যায়।