বাক্সের ভিত্রে-
বাক্স রাইখা,
জাদু দ্যাখায় জাদুকর;
মনের ভিত্রে কতোজন
কতো-গণ্ডায় করে বসবাস।
তাও বলো তুমি,
এ-কবি-হীনে হবে
তোমার সর্বনাশ!
বড়োই জাদুকর তুমি-
বড়োই জাদুকর!
ছলনা শুধুই
তোমার রক্তের ভিতর।
হাসো-খেলো
কভু কভু বাসো ভালো,
তাও যেন আর কভু তুমি
ভালোবাসোনি- বাসো-ই নি ভালো।
আহ!
কী যে অসহায় হয়েছি,
কী যে মুশকিলে ফেঁসেছি!
তবু হায়, এ প্রাণ চায় কেবল
তোমার প্রেমের আলিঙ্গন।
জাদু মন্ত্র বাক্সে রাখো,
কেবল তুমি হৃদয়ে থাকো।