তুমি হৃদয় ছুঁয়ে দিলে
বলেই তো— বসন্ত এসেছে,
গাছে গাছে নতুন কুঁড়ি
থোকা থোকা ফুটছে ফুল,
থেকে যাও তুমি এ-হৃদয়ে
ভুলে যেও যা করেছি ভুল।

শীতের করুণ দিনে তুমি—
দিয়েছো আমায় বসন্ত উপহার,
বলেছো ভালোবাসি; ভালোবেসে
বাঁচিয়েছো মরে যাওয়া প্রাণ আমার!

চিত্তহারিণী, এমন করে প্রাণ ধরে
দিও না টান, বলো না কভু—
যাচ্ছি চলে।
যেও না এ হৃদয় শূন্য করে।

আমিও যে ভালোবাসি তোমায়।