কতো প্রহর একা একা বিষণ্ণতায় ডুবে থাকি— কতো যন্ত্রণা থেকে মুক্তির আশায় প্রার্থনায় দুহাত উঁচিয়ে ধরি, যমযাতনা
ঘিরে ধরলে তবুও বিশ্বাস আঁকড়ে বেঁচে থাকি— হয়তো
তুমি এলে কভু, সাময়িক বিচ্ছেদ হবে বিষণ্ণতা হতে।
তুমি আসো না, আমি অপেক্ষায় অধীর হয়ে মরে যাই
খেয়ালে থাকো যদিও তবু কোনোদিন দ্যাখা হয় না তোমার-আমার, হবেও না হয়তো।
তবুও বেঁচে তো আছি,
এতো অবহেলা সহ্য করেও
এতো উপেক্ষা ঠেলেঠুলেও
এতো অপদস্থ-হেয়-প্রতিপন্ন হয়েও
বেঁচে তো আছি, এও-বা কম কীসের!
[১৬০৩২০২৫]
—