আমি চাইনি নিজেকে দরিদ্র করে রাখতে
অভাবটাকে আপন করে ডাকতে
তবুও এই করুন আর্তনাদ নীরবেই আনে চোখের জল
ছল ছল চাহনিতে চেয়ে থাকা অনুদানের কোলাহল
কখনই চাইনি মায়ের তরে মাথা নত করে থাকতে
ক্ষুধার যন্ত্রণায় নীরবে অশ্রুসিক্ত তবুও খোকা বলে ডাকতে
অকর্মণ হয়তো কেউ ডাকবে না
সামান্য বেতনেও কেউ রাখবে না
তবে কি ছেলের মুখের দিকে তাকাতেই লজ্জা হবে
এই মহামারী করোনা আর কতকাল থাকবে এই ভবে ?
স্বজনের চিৎকার শুনেছি কতো, মৃত্যুটা চোখের সামনে বুঝি
শেষ দেখাটাও যে হয়নি অনেকের, তবুও দূরে দূরে খুঁজি!
অনিয়ম নীতির তরে হারিয়েছি বিবেক নামের শব্দ
চুরি কি করবো এখন? মধ্যবিত্ত অতীত করেছি রপ্ত!
হালের ভেলায় নিরুপায় এই জীবন কতো দিনের জন্য
এই মহামারী দরিদ্র মুছে দাও, শূন্য পরিবারে আদমশুমারি গণ্য।