অদৃশ্য তার মাঝে বিলীয়ে যাওয়া'টা খুব বেশি দুরে ছিল না!
ছিল না ভুল অংকের সমাধান দেয়ার মতো কোন সূত্র।
আত্মচিৎকার বুকের মাঝে পুষতে যন্ত্রনা কতো'টা হয়তো কেউ বুঝবে না,
হয়তো'বা খুঁজবে না এই বেঁচে থাকার মানে!

কেউ না জানুক, বিবেক বুঝি জানতে দিবে না পিড়া'র ক্ষত,
হয়তো এভাবেই আর ক'টা দিন, আরও বাড়বে ঋন।
সমীচীন হবে আয়ের উৎস, তিলে তিলে হয়ে নিঃস্ব!
অন্ত্যে শুন্য এই নগণ্যের বাঁচার অপেক্ষায় শুধু ত্রান।