বিভাজন পরিসীমায় চন্দ্রবিন্দুর শুধু আনাগোনা
শারদ প্রভাত যেন চুপিসারে অদেখায় অচেনা।

আত্মকেন্দ্রিক এমন ভাবনাময় বিশ্লেষণে সমতল
অনুভবের মুহূর্তরা অদৃশ্যতায় শিশির ভেজা জল।

স্বাধীনতাকে সমানতালে বন্দি রেখেছি পরাধীনে
ভালবাসি! বিন্দুমাত্র নেই ভয়, উড়ন্ত মন উদাসীনে।

স্বপ্নচারীর দলগুলো করে দিলো সব কর্ম পরিহারে
ক্লান্ত আমি তবুও স্বপ্ন দেখি তোমার অভিসারে।

বিষাদের আগুন আমাকে নিঃশব্দে পুরিয়ে দিলো
সমস্ত সবুজ পাতা হলুদের আভায় পাল্টে নিলো।

ভালবাসায় তবুও ভেসে যাই অন্ত্যে শূন্যের পর
মৃত্যু ও ক্ষুধা বিষিয়ে দিবে তো এই কালো অন্তর।

মৌনতা কেঁদে যৌনতার মাঝে আজ ভরাডুবি খায়
আমার আমিতে সংক্রামিত রোগেরা আসে যায় ।

মুখোশের মাঝে আত্মায় খুঁজে ফেরা শুধু মানদণ্ড
আমার আমিকে চিনতে তাই নিজেকে বানাই ভণ্ড।

হিমাছন্ন হয়ে থাকুক ভালবাসার আমি তুমি সব
হরিণী চিত্র জেগে উঠুক, হোক পাখির কলরব।




(আলোচনা পাতায় আমার একটি পোষ্টের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, অনুগ্রহ করে দেখার এবং যোগাযোগ করার আহ্বান করছি
https://www.bangla-kobita.com/nazmul2001/poetry-fair-in-narayanganj/ )