তোমার মিনতি তুমি হাতটি ধরো
ব্যথিত হব যদি এমনই করো
পরাবো আজ পুষ্প গলে মালতী
তোমার পানে আমার ছোট্ট মিনতি
বলে দাও যদি তুমি যাবো বহু দূরে
দেখবে না আর পিছন ফিরে আমায় একটু ঘুরে।
তোমার কাছে নতুন করে আবার মিনতি করি
একসাথে দুজন দুজনে বানাই একটা তরী
ভালবাসি বলে মোরা সাজাই একটা দিন
তোমার তরে করে রেখো আমায় শুধু ঋণ।
হয়না যেন ভুল আমার থাকবো দুজনে
প্রতি দিনের স্মৃতি আজকের এই দিনে
আসবে না আর এই দিনটি অন্য কোন মাসে
ভালবাসা মিছে আশা শুধুই রবে পাশে ।
যদি পারো ভালবাসি বলিতে একবার
তোমার হাতে তুলে দেব ছোট্ট উপহার
ভালবাসার দিবস ছিল মনে আছে কি
আমার মনের আবেগ টুকু থাকুক না হয় বাকী।