তোমার চোখে ঘুম আসে না শুনে
আমি বুঝেছি কথা বলার ইচ্ছে খুব মনে,
কথার মাঝে যখন মেঘের কথা বললে
ভেবে নিলাম একটু বিরক্তি নিজের সনে।
কিন্তু কি জানো সে বোঝাটা আমার ছিল ভুল
সময় পেরিয়ে যখন আবার তোমার পেলাম কুল,
বিষণ্ণ মনে বলেছিলে নীল রং তোমার খুব প্রিয়
বলেছিলে একটি লাল গোলাপ এনে দিও।
তখনও বুঝতে পারিনি, খুজিনি তোমার মন
চাঁদের আলোয় মুচকি হাসি মধুময় সারাক্ষণ,
এলোমেলো কেশে উদাসী বেশে বসে থাকতে
ভাঙ্গা তরীর তরে সুমধুর সুরে তবে ডাকতে।
গুন গুন গাইতে শুনেছি, বির বিরিয়ে কবিতার কথা
তখনও বুঝতে পারিনি গহীন মনের ব্যথা,
তোমার লেখাপড়ায় ছিল অংক টা জটিল খুব
সেই অংকের সুত্র মেলাতে আজও কত রূপ।
এখন আর বুঝে কি হবে, তুমিতো পাশে নেই
অন্যের হাতে হাত রেখেছ, ভাবি আগের সেই,
এখনও কি তোমায় আমার বুঝতে হয় ভুল
এখনো আসো তরীর ধারে চেনা নদীর কূল।