তোমার কি এতটুকুও নেই ভয়, চারিদিকে চলছে করোনার মহা উৎসব
মৃত্যু মিছিলে নিত্য যোগ হচ্ছে সহস্র মানব প্রাণী,
তোমার এতো ভালবাসা আসে কি করে! আমার যে খুব ভয় হয়
যদিও আমায় নিয়ে নয়, তোমার জন্য যে মনটা খুব করে কাঁদে
কতো দূর থেকে প্রতিদিন আমায় দেখতে আসো পালিয়ে পালিয়ে
ভারী ভারী কাপড় গুলো গাঁয়ে দিয়ে তার উপর পরে থাকো করোনা কভার
তুষারের সাদার সাথে তোমাকে দেখতে খারাপ লাগে না
আমার খুব হাসি পায়, কনকনে শীতের প্রভাবে যখন তুমি কাঁপতে থাকো
করুন সুরে ডাক দিতে শব্দ বের হতে অনেক সময় নিয়ে নাও।
আমাকে বুঝি খুব ভালোবাসো, তবেই তো নায়াগ্রার জলপ্রপাত নিয়ে যাবে বলেছো
ভালোবাসো বলেই প্রতিদিন আসামির মতো পুলিশকে ফাঁকি দিয়ে আসো
সারাক্ষণ দিয়ে থাকো সাহসের সহস্র ভাণ্ডার
সকল পরিজন ছেড়ে গেলেও তুমি আগলে রেখেছো সেই প্রথম থেকে
মৃত্যু প্রায় কাছাকাছি চলে এসেছে, এখন শ্বাস নিতে খুব কষ্ট হয়
হাসপাতালে যেতে খুব ভয়, যদি মৃত্যু দিয়ে দেয় ডাক
যদি তোমায় শেষ সময়ে দেখতে না পাই।
আজ তোমাকে অনেক বেশি ভালবাসতে ইচ্ছে করছে, কেন জানি আর পড়বো না
নিয়তির কাছে হার যে মানতেই হবে, করোনার ভয়াল থাবা পুরোটা অন্তরে
ধেয়ে আসছে মহা প্লাবনের মতো, ভূমিকম্প হচ্ছে প্রতিটি মুহূর্ত
বাইরে যে তুষার ঝর তা বুঝি সামান্য এই ভয়ার্ত চেহারার কাছে
তবেই তো তোমার কাছে মিনতি করতে ইচ্ছে করছে, তুমি আর এসো না
এভাবে আমায় আর ভালবেসো না
তুমি বেঁচে থাকো দূরে থেকে, ভালবাসা বাঁচিয়ে রাখতে।