# প্রিয় কবি শাহ্‌নূর এর কবিতায় মন্তব্য করতে গিয়ে আবেগ প্রবণ হয়ে লেখা এই কাব্য
তার ফিরে আশা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগার। অবশ্যই তাকে উৎসর্গ করলাম



হ্যাঁ গো দেখছি
এই রাতের আঁধারে পূর্ণিমা চাঁদের মায়া
আমাবশ্যার ঠিক আগের রাতে, মাধুরে তোমায় মাখিয়ে
বিষণ্ণতায় অল্প অল্প করে মৃদু হেসে আর ভালবেসে
তুমি তো শেখাও-নি ভুলে থাকতে কোন কিছু
তবে কেন আঁধারকেই আগলে ধরে রেখেছো?

প্রতিটা মুহূর্ত কি করে কাটে কি করে বোঝাবো বলো!
মাসের পর মাস অপেক্ষার পালাবদলে হারিয়ে ফেলেছিলাম
নিজেকে ঠিক চিনতে পারছিলাম না
যেমনটা আজ সব কিছুই অজানা লাগছে
কেমন যেন অদ্ভুত! তবে বেশ মায়াবী
যদিও ফেরার পালায় অনেকে নেই, তুমি আছো ভেবেই সান্তনা
আবারও কি হারিয়ে যাবে, বহু অপেক্ষার তরে
অঝর কান্নায় ভেঙ্গে পরা অচেনা কোন ঘরে

তাই যদি হয়, আরও বেশি দিও ভয়
নেহাত খুনসুটিও করবোনা এই বলে দিলাম
শুধু ভালবাসার সুযোগ করে দিও
রাতকে তখন দিন বানিয়ে দিবো প্রিয়।