তুমি কাছে এলে
আমার লেখা কবিতারা ছুটি নিয়ে নেয়
ইতি দিয়ে দেয় হাতের লেখা চিঠি গুলো
শুধু পাই তোমায় ও তোমার ভালবাসা
তুমি কাছে এলে
হতাশায় কাটানো দিনগুলো খুঁজে পাই না
বন্ধুদের সাথে ভুলেও আড্ডায় যাই না
শুধু পাই তোমার সান্নিধ্যে মায়া ভরা সুখ
তুমি কাছে এলে
নির্ঘুম কাটানো রাত গুলো নিয়ে নেয় ছুটি
জোনাকি গুলো হিংসে করে ঢুকে যায় ঘরে
শুধু তোমায় ভালবাসার অভিনয়ে করতে
তুমি কাছে এলে
এ হৃদয় উতলা হয়ে যায় স্বপ্ন ফিরিয়ে দিতে
বক্ষের স্পন্দন বেড়ে যায় আলিঙ্গনের তরে
ভালবেসে অনন্ত হতে ইচ্ছে হয় সুখের প্রাতে।