আপনার আর কিছু বলার আছে ?

আছে, অনেক অনেক অনেক কিছু
তবে তুমি তো সব শুনবে না
হ্যা একটি কথা শোনার আছে
আমাকে ভালবাসো বলার নয়,
অন্তত একটি তুমি শোনার।
বলবে! বলো বলবে ?
আর কখনো আসবো না এই পথে
বাঁধা দেবো চলার কোন রথে
শুধু একবার তুমি শোনার অপেক্ষায়

তোমার স্তব্ধ দাঁড়িয়ে থাকা, চোখের জল ফেলা
সব শেষে একটি শব্দ, অপেক্ষায় থাকবো

সাতটি বছর পার করেছি এই অপেক্ষায়
যে মানুষগুলোর ক্ষতি করতাম তাদের ছত্রছায়ায়
এখন আর কেউ আমায় দেখে ভয় পায় না
বন্ধু নামের সেই মানুষগুলো আজ মানুষের মতো মানুষ হয়েছে
ওরাও তোমার জন্য কাঁদে, তোমার অপেক্ষায়!
তুমি আসবে এই ভেবে এই আমার পাশে বসে থাকে।

একটিবার তুমি শোনার অপেক্ষায় আর কতকাল ?
মিছে আশার নাম-ই কি ভালোবাসা আর মিথ্যে হাসা
কেউ না জানলেও আমি যে জানি, খুব করে জানি
এ অপেক্ষার কখনো হবে না শেষ।

এক সময়কার মাস্তান আজ কুড়ে ঘরে পরে আছে,
যার ওষুধের টাকায় উল্লাস করা হতো
সে আজ চিকিৎসা করে বাঁচিয়ে রাখছে
জানো সেও তোমার জন্য অপেক্ষা করে, দিন রাত সবসময়
নীরবে কাঁদে, আমায় বুঝতে দেয় না এতটুকু
যদি সে তোমার "মা" না হয়ে অন্য কেউ হতো, তবে কি এমন করতো ?
তুমি আসবে না জেনেই বেঁচে আছি
তোমার মায়ের জন্য, তুমি শোনার অপেক্ষায় করে অভিনয়।