ন্যায়ের নীতি ঢাকনা ছাড়া
ধর্মে আঘাত শেষে,
সত্যবাদী জেলের ত্বরায়
বন্দি চোরের বেশে।
আপন করে পালন করলে
প্রতিদান পাবে ভুল,
বিবেক বুঝি নদীর দুষনে
হারিয়ে ফেলা কুল।
বিভেদ সৃষ্টি করেও থামেনি
মৃত্যু মিছিলে ঢল,
প্রতিরোধ নামে ধর্ম যুদ্ধের
ঘৃণিত ঐক্য কল।
জঙ্গি নামক ভঙ্গি গড়েই
ধোঁকা মুমিনে খুব,
নামাজির ঘর লুন্ঠনে হয়
গরিবের কণ্ঠ চুপ।
আসন শাসন টাকার মোহ
মিথ্যে হিংসে আধা,
তুমিই সেরা ভুল ধারণায়
হতেও পারো গাধা।
ধ্বংস তোমার বংশ ছাড়াই
আল্লাহ্ যদি চায়,
এমন আজাব পাইবে তুমি
করবে হায় হায়।
নীতির পথে দিওনা কাটা
শান্তির পথ ধরো,
ক্ষমতায় থাকা পরেও হবে
ঈমান শক্ত করো।
মুসলিম হয়ে মুমিন ভাইয়ের
ধোঁকা দিওনা আর,
রোজ হাসরে আল্লাহ করবে
জালিমের যে বিচার।