আমি'তো ভাই সনেট পাগল
লিখি ইচ্ছে মতো,
অষ্টক ষষ্টক ধার ধারি না
সনেট নামে যতো।
হরেক নিয়ম হরেক ধরন
মানবো কেন আমি
আমার লেখা সনেট গুলোই
সবার থেকেই দামী
সবাই লেখে আমিও কেন
থাকবো বসে একা
সনেট নামের অর্থ কি ভাই
পেলাম না'কো দেখা
চৌদ্দ লাইন হলেই হবে
অক্ষর মাত্রা ছাড়া
ভাবের শুরু ভাবের শেষ
লেখায় কেন তাড়া।
পাঠক কেন লাগবে আমার
আমি ভাবের কবি
রবি নজরুল কি লিখছে যা
মধুসূদনের ছবি।