শ্রমিকের তরে প্রতিটি ঘরে সৃষ্টি হয় অনুদান
বিধাতার নিয়মে শান্তির ভোগে ধনী মহীয়ান
শ্রমের মুল্যে ফাঁকির তুল্যে বাংলায় মুন্সিয়ানা
সভ্য সমাজে শূন্যতে বাজে ঠনঠনে সামানা
নেওয়ার তরে বিনিময় হয় পাওয়ার তরে কষ্ট
ভালোর তরে ধুলো জমে হয় জীবনের সব নষ্ট
ব্যাধির তরে বাণিজ্য ঘুরে অসহায় মনের কান্না
গরীবের তরে অনাহারী পেট ধনীর ঘরে রান্না
শেখার সময়ে চুরি ও ফাঁকি জন্মেই অন্ধকার
মৃত্যুর তরে আহাজারি ঘরে সময়ের হাহাকার
শোষণের শেষ নেই পরিবেশ শুধুই লেখা গল্প
শ্রমিক মরে লোভ ও ধোঁকায় ভাগ্য দিলে অল্প
ব্যবধানের অবদান মূলধনে প্রাপ্তি হয় বেশ
শ্রমে আর ঘামে স্বল্প দামে জীবনের পরিশেষ
চলার গতি পাল্টাবে না পাল্টাবে শুধু চিত্র
কথা আর কাজে শুভঙ্কর কাগজে রবে মিত্র।