ছন্দের ছালে শিকড় ছাড়াই
কাব্যে বড় মায়া,
কবির ভাবে বর্ণ দোহাই
ভাবনা শুধু ছায়া।
জ্ঞানের ধারায় নদী নেই'তো
শব্দ নিছক বায়ু,
পড়তে পড়তে সংজ্ঞা বিহীন
কাব্যে হারায় আয়ু।
দু'কলমের আজব খেলায়
নিজ পেটানো ঢোল,
ঘটা করেই মোড়ক উন্মোচন
হাঁকছে উল্টো বোল।
এই ধরাতে যাইরে আমি
রীতি নামেই চুপ,
পদক নামের টাকার ভেলা
মিলে হরেক রূপ।
করছি ক্ষতি নিজের নিজেই
কুড়াল মারছি পায়ে,
কাব্য নামের সাহিত্য খুঁটি
ভাসিয়ে দিচ্ছি নায়ে।