কষ্ট দিয়েই যাবে কি ভালবাসি বলে ?
চেয়েছিলাম বলেই যাবে নাকি ভুলে ।
জানি না চাইতে কিনা তুমি এ আমাকে ?
তবে কেন দুরে থেকে এভাবে তাকাতে !
কখনো ভয় পাও নি লোকজন ভীরে,
থাকতে দাঁড়িয়ে চেয়ে আমার ঐ নীড়ে ।
গোসলের ঘাটে বসে থাকতে নীরবে,
আমায় দেখে রাখতে চোখ অনুভবে ।
তোমার এই চাওয়া হয়তো নীরব,
কথা বলেছি যা ছিল মনেরই সব ।
যেখানে আমার ভুল তোমাকে জানিয়ে,
সন্দেহের বেড়াজাল মনে তুমি নিয়ে ।
আমায় এমন কষ্টে রেখেছ কি তুমি ?
ভালোবাসো তবু কেন কষ্ট পাই আমি !