এ ঘরে আসবে
যদি তুমি জানো আমি তোমার কে ?
তবে তুমি আসবে, আসবে
আমায় ভালবাসবে, শুধু ভালবাসবে।
তোমার এ ঘরে আসবে।
হয়তোবা দেখনি কোনদিন
আসোনি দেখতে আমায় মলিন
দুরে'র ঠিকানায় তুমি অবিচল
তবুও তুমি আসবে
শুধু আমায় ভালবাসবে।
তোমার জন্য সাজিয়ে রাখবো
শূন্যতার নীল আকাশ সরিয়ে
তোমার জন্য একাকী জীবন হারিয়ে
সাজাবো নিজের হাতে
দক্ষিণের বারান্দায় তুমি বসবে
এ ঘরে তুমি আসবে।
স্বপ্ন গুলো সাজিয়ে রাখবো
ছেড়া ফাটা দেয়ালে টাঙ্গিয়ে
শত বছরের স্মৃতিকে প্রলেপ দিব
তোমার হৃদয় রাঙ্গিয়ে
এ ঘরে তুমি আসবে
এলোমেলো গোছানো দেখে হাসবে
আর আমায় ভালবাসবে।
অন্ধকার রাখবো না
মাটিচাপা দেব তোমার জন্য
মাটির প্রদীপ বানাবো নতুন করে
জোনাকিরা জ্বলবে মিটি মিটি
তারা গুলো হাসবে আর
চাঁদের মায়ায় আমায় ভালবাসবে।
পোকায় খাওয়া বইগুলো আর
তুলা বেরনো বালিশ !
অবাক হয়ে লিখতে চাইবে কবিতা
হয়ে যাবে গানের সুর, বেসুরা
আমি চেয়ে থাকবো অবাক হয়ে
এ ঘরে তুমি আসবে ?
কবে তুমি আসবে ?
আর কবে ভালবাসবে ?
অপেক্ষায় আর কত কাল রাখবে ?
জানি তুমি ফিরবে না ওপার থেকে
তবুও অপেক্ষায় তুমি আসবে
এ ঘরে তুমি আসবে
এ আমায় ভালবাসবে।