বলদ তথা পতি কথা
চতুর নাহি বুদ্ধ,
দা কুমড়ো'র মেজাজ থাকা
বউ শাশুড়ি'র যুদ্ধ।
ছোট্ট ননদ ডাইনী বুড়ি
বড় ননদ ঝাল,
দাদী শাশুড়ি জানলে বুঝি
শাশুড়ি'র হয় কাল।
দেবর ভাবী দইয়ে'র মত
স্বাদে মিষ্টি টক,
পতি আবার নরম সরম
খায় যে শুধু ঠক।
শ্বশুর বাবায় বেজায় কঠিন
সমান তালে রাখে,
কাজের বেলায় আদর করে
মেয়ে বলে ডাকে।
দেওয়ায় কম নামে বেশি
শাশুড়ি'র গলা ভার,
রান্নায় আবার খারাপ হলে
নাম থাকে না তার।
চিকন করে বউয়ে আবার
পতির আদর পায়,
ছেলের কাছে মায়ের দাবি
একটু বেশি চায়।