ছন্দে মন কান্দে এখন ভাবনায় পড়ে যাই
আমার নাকি কাব্য লেখার কোন দরকার নাই
তুমি ও ভাই লিখে যাচ্ছ গদ্য নামে কাব্য
তোমার মত লিখবো নাকি তাইতো এখন ভাব্য
মনের কথা লিখতে গেলে ছড়া হয়না বুঝি
পদ্যে আবার অনেক নিয়ম লিখতে গেলে খুঁজি
সনেট কিবা লিমেরিক লিখতে বুদ্ধি লাগে খুব
ভাবনায় আমি থেমে রই কলম কি থাকে চুপ ?
ছন্দ ভাবনা বন্ধ করে দিয়েছি আধুনিক তালা
সাহিত্য আবার তালা ভেঙ্গে দিলো মনে জ্বালা
তাইতো আমি অকবি নাম নিজের পাশে আজ
ইচ্ছে খুশি লিখলে আবার নিন্দুকে পায় লাজ।