স্মৃতির মাঝে কুলের দিশা
চাইলে হাতে লাগে ভিসা
উন্নয়নের ধাক্কা
ভালোর তরে ভালই শেষ
কষ্টে কষ্টে আছি বেশ
ভুলেছি ঠেলার চাক্কা।
হারিকেন এখন জাদুঘরে
মাটির ঘর তিরস্কার করে
দালান কোঠায় এসি,
টিপ দিলে বাতি জলে
তার ছাড়া কথা বলে
অতীত ভুলে গেছি।
নানান রঙের চুরি নাই
লেস ফিতা ভুলছি তাই
কালের জামানায়,
বৈশাখের মেলা আছে
রমণীর রূপের কাছে
খেলনা কে আর চায়?
ছনের চালা আজকে নাই
রেডিও শুনতে কোথায় যাই
ভুলেছি বৌছি খেলা,
পুতুল বিয়ে হয় না আর
লেখা পড়ায় সময় পার
মোবাইলের মেলা।
অতীত তাই স্মৃতির পাতা
হবে না আর হাল খাতা
লাঙল জাদুঘরে
এমন ছিল তেমন ছিল
শোনা কথায় খুশি নিল
দেখব কাহার তরে?