ঝড় বাদলে'র এই বেলা
সান্ধ্য হোল এই বুঝি,
কোথায় যাবি বলনা আমায়
ঝড়ের মাঝে কই খুঁজি।
হোকনা কাজের কিছু ক্ষতি
যাস'না আজ ঘরের বাহির,
প্রলয় ঝরে ঘটবে ঘটা
পড়তে পারিস বড় ক্ষতির।
বাধার শিকল দিলাম তোকে
পরে দেখো আজকে এই,
তোমার ভাইয়ে শুনেনি বারণ
তাইতো সে আজকে নেই।