করোনা'র দেশে তুমি তোমার মতো বেঁচে আছো
ইচ্ছে করলেই যেতে যে পারবো না তা ঠিকই জানো,
তবুও কেন এতো অভিমান তোমার শূন্যতার তরে?
মনের আয়না ভেঙে গড়েছ ধূসর দেওয়াল
যদিও সাদা কালো মেঘ ছাড়া আর কিছুই দেখি না
মাঝে মাঝে পাখিদের কান্না শুনতে পাই
শুধু পাই না তোমার ডাক বা চিৎকার
এতো অভিমান কেন বলবে কি ?
বরফের তরে তোমার পরাজয়ে একটুও যে হাসিনি
বসন্তের সবুজে পাখিদের তাড়িয়েও দেইনি
তবে কি কারন? কখনো করো'নি কিছুতে যে বারণ!
তোমার স্মৃতিগুলো নিজেকে অতীত করে দিচ্ছে
নিয়ে নিচ্ছে স্বপ্ন নামক সব ইচ্ছে গুলোকে ইচ্ছেমতো
তবুও অপেক্ষার প্রহর গুনতে গুনতে এখন সংখ্যা শেষ
আলো আর কালো অন্ধকারে কাটানো মুহূর্ত
পলকে পলকে যাচ্ছে হারিয়ে, বিদায় ছাড়াই
আমিও করোনা'র বেড়াজালে পরে আছি এখন
মৃত্যু ডাক দিয়ে যাবে মুহূর্ত খুঁজে পাবো না
শেষ কথাটুকু হয়তো না বলাই থেকে যাবে!
অভিমানের কি শেষ হয়? শুরুটাই বা কেন ?
নিজেকে উজাড় করে দিবো ভেবে রেখে আজ
অভিনয় করে যাবো, ভালো থাকার অভিনয়
অভিমানের তরে শেষ বিদায়ের অভিনয়।