মধ্যবিত্তরা কোথায় যেন হারিয়ে গেলো
অনন্ত হয়ে অপেক্ষায় রইলাম অজানায় ভেসে আশা শ্রবণ
কাকের চালাকি করে পরিত্রাণ নেই, নেই পলায়ন
প্রখর তাপে পিপাসায় কাতর বালু চরের প্রাণী আমি আজ
চাতক পাখির তরে ক্ষুধার জ্বালা মেটানোর প্রয়াস
আমি হরিণ হতে পারলাম না কেন? আফসোসে কাটে দিন
তবে তো মৃত্যু নিশ্চিত ছিল অন্যের উদর ভরিয়ে
আমি কোন বিত্ত ? কোথাও খুঁজে পেলাম না আমার অস্তিত্ব
আমি কোথায় হারাবো মৃত্যু যে আমায় ডাকে না কাছে
নকল সকলে আসল খুঁজে হয়রান মায়া কান্নার হাসিতে
কে হাসে প্রশ্নের উত্তরে চোখের জলে বুক ভাসিয়ে নিশ্চুপ
আমি কোন দলে ! অতীত > বর্তমান > ভবিষ্যৎ ?
ঠিকানার খোঁজে নিশি রাতে যন্ত্রণা আর দিনে সূর্যে হয়রান
বর্ষণে বানভাসি হলেও মৃত্যু হতে পারতো, নয়তো
নয়তো বা হয়তো ! কিছু তো একটা হয়ে যেতো
কিছুই হলো না, হবে কি হবে না, সবই অজানা
মধ্যবিত্তরা কোথায় যেন হারিয়ে গেলো
বৃত্তের মাঝে চক্কর কাটতে কাটতে উদ্ভট প্রাণী বোনে গেছি
রক্ত ক্ষরণ আর কি হবে ! কাঁটা ফাটায় পুজের গন্ধ
ভঙ্গুর মলিন চেহারায় বাঘেও ভয় পেয়ে পালায়
নিপীড়নের চিহ্ন প্রতিটি লোমের সাক্ষী দিবে তবুও
বেঁধে রাখা চোখ খুঁজবে মধ্যবিত্ত কোথায় ?
মৃত্যু হোক বা বেঁচে থাকুক, এই প্রাণী গুলো বিলীন না হয়।