নীরবতার মাঝে ঝি ঝি পোকা'র শব্দে মধ্য রাত
চাহুক দৃষ্টিতে একাকী দেখিতে সুন্দর মায়াবী চাঁদ
জ্যোৎস্না ছড়ায়ে আমায় ডাকছে হাতছানি দিয়ে
বিমুগ্ধতা'য় পাটিতে বসা মুঠো ফোন হাটে নিয়ে ।
চোখের কোনে জমে থাকা পানি একটু ঝড়ে পড়া
ভাবনার মাঝেই স্মৃতিগুলো আজ কল্পনা করা
ততদিন পার হয়েছে যতদিন দেখিনি তোমায়
পরিস্থিতি প্রতিকূল তবেই ভুলে থাকো আমায় ।
তোমারও কি ইচ্ছে করে দেখতে ঐ চাঁদ
ইচ্ছে করে কি বলতে কথা আসে যদি রাত
মনে পরে কি আমায় আমাদের কাটানো সময়
দুরে আছো তবে নয় আজ মহামারী'র জন্য ভয় ।
যেথায় তোমার সাথে বসে থাকার ছিল কথা
বসে আছি একাকী নীরবে বুকে নিয়ে ব্যথা
তোমার বাবা'য় বুঝি বাঁচবে'না বলে ছিলে তাই
বিদেশ নেওয়া ছাড়া আর কোন উপায় যে নাই ।
এমনি অভাগা আমি নিয়তির মাঝে শূন্য
রোম শহরে যেতে বলেছি চিকিৎসার জন্য
ধুক ধুক মন তাই কষ্টে কাঁদে দিন আর রাত
অবোলা এক সঙ্গী পেয়েছি নাম তার চাঁদ ।
কি জানি কি হয় সারাক্ষণ ভেবে হই পাগলাটে
করোনা হয়েছে তোমার জেনে মন ছুটে পথে ঘাঁটে
ফিরবে কি'না জানি না তবুও একটু আশা
শুরুর তরেই কি শেষ হবে আমার ভালবাসা ?