দামে'র বাজারে আজ আমার কি পরিণাম
সব হারিয়ে ধরে রেখেছি কলঙ্কিত সুনাম,
বিবেক হয়েছে আমার কেনা বেচার হাট
ভালবাসা ফিরে আসে হয়ে খেলার মাঠ।
অভাগা'র দাম বুঝি অনেকের কাছে
ভয়ে ভয়ে সারাক্ষণ জান! কি আর বাঁচে?
হাতে হাত কাঁধে কাঁধ থাকি সারাক্ষণ
তবুও পালিয়ে বেড়াই ভিতু হয়ে মন।
চলছি বুঝি বাজার দরে দামে বেশি কম
জ্ঞানী গুণী লোক মনে আমিই প্রথম,
আমার রাজ্যে বুঝি নেই রাজত্ব হাতে
সমাজে চলতে হবে তবুও সবার'ই সাথে।