ভিন্ন কথা অভিন্ন ধারা
বিবেক ছাড়া কাজ,
মুখের সাথে কাজের মিল
কোথাও নেই আজ।
পরের তরে নিজের ধন
এই ধারণার চিত্র,
লুণ্ঠিত ধনে কুণ্ঠিত মন
শত্রু চেতনা মিত্র।
মিথ্যে মায়া কথার নেশা
ধোঁকার সর্গে বাস,
নিজের ভালো ঘরের আলো
অন্যতেই সর্বনাশ।
নীতির দেয়ালে ময়লা জমা
ভীতি ভালোবাসায়,
স্বজন বিয়োগ দেখানো কান্না
না পাওয়া নিরাশায়।
চলছে সবই অভিন্ন মত
নিজে ভালো থাকতে,
অন্যের ঘাড়ে দাঁড়ানোর নেশা
কাঁঠাল মাথায় রাখতে।
ধন কুবুরের অভাব দেখানো
স্বভাব ভবের কালে,
ভালো থাকার মন্ত্র শিখতে
ভেড়া মিত্যে হালে।