তুমি কোথায় হারিয়ে যাও, আমার কবিতার মতো?
যখন-ই তোমায় দেখি অগোছালো শব্দের ন্যায় উঁকি দেওয়া গভীর অর্থে
তোমার অনুভবের ছায়ায় সবগুলো কবিতা আজ আমার থেকে দূরে
দুর্ভিক্ষের অনাহারে ভুগছি এমনটাই তৃষ্ণাটে হয়ে আছি
অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমার চোখ
এখন আর গুনে রাখতে পারছি না আর কত?
আর কত প্রশ্নের আগেই ১৯২৭ কবিতার অকাল সমাপ্তি ঘটে গেছে
মুছে দিয়েছি মনের অন্তরায় থেকে কয়েক সহস্র পঙক্তি
শুধু তোমার দেখার আকুতির তরে, ঘর বাঁধার স্বপ্নের নেশায়!
তুমি হারিয়ে যাও কোথায়, আমায় না বলে নিভৃতে নির্জনে
একাকী হৃদয় যে তোমায় নিয়ে লেখা সবগুলো কবিতা আজ বিসর্জন দিলো
হয়তো সবগুলোর হিসেব আমি দিতে পারবো না
তবে মনে আছে ২৬৩৬ কি কবিতা যে তোমার হাতে বাঁধা ছিলো পাণ্ডুলিপি হয়ে
সেগুলো যে আর নেই, তুমি না থাকলে কি করে থাকে বলো।
শুকনো হৃদয়ে যখন হাহাকার বয়ে যায়, মরুভূমি আর কি দেবে?
সাগরপানেও ছুটোছুটি করতে পারি না আগের মত!
মৃতপ্রায় হয়ে আছি তোমার অপেক্ষায়, একটু দেখার অপেক্ষায়।
(সংক্ষিপ্ত এই কবিতার পুরো অংশ পরে যুক্ত করা হবে এবং প্রিয় কবি হাবিবা বেগমকে এই কবিতা উৎসর্গ করা হলো)