অপেক্ষা,
একটি দিনের অপেক্ষায় না থাকলে
আমি হয়তো বুঝতেই পারতাম না যে আমি তোমায় কতোটা ভালবাসি!
তোমাকে যে প্রচণ্ড রকম ভালবাসি আজ প্রথম অনুভব করলাম,
আজ বুঝতে পারলাম, তুমি আমায় ভালো না বাসলে কতোটা কষ্ট হতো।
একটি দিন যে কত বড় তা আজ খুব করে জানলাম
তবে দিনটা কেমন জানতে পারলাম না
জানতে পারলাম না তুমি কেমন আছো, কোথায় আছো?
তোমারও কি আমার মতো ভালবাসার মায়ায় অপেক্ষা!
তোমায় দেখার অনুভবেই কত দিন কেটে গেছে,
কথা শোনার মুহূর্ত গুলো গড় গড়িয়ে কেটে গেছে,
হাসিতে মুহূর্ত করেছে সময়ের ঘুরি,
সব মনে পরে এই অপেক্ষায়, শুধু ভালবাসার অন্তরায়।

অপেক্ষা
চোখের সামনে রঙিন দিনগুলো সামনে এনে দিলো,
পাগলের মতো একাকী হাসা, মন খারাপের অভিনয় আজ সব হয়।
অনুভূতিগুলো উষ্ণতায় দোলা দিয়ে যায়,
মন পবনের না'য় দোল খায় অপেক্ষার কল্লোলে।
তুমি হয়তো তুষারের তরে আটকে আছো!
নয়তো গহীন বনে অরন্যের সাথে মিশে আছো একাকী!
নয়তোবা মেঘের সাথে লুকোচুরি খেলছো আমার কাছে আসতে,
আমায় খুব করে ভালো বাসতে।
অপেক্ষা হয়তো তোমাকেও পাগল প্রেমী বানিয়ে দিয়েছে!
নয়তো'বা কাছে ছুটে আসতে পঙ্খিরাজ ঘোড়ার কাছে গিয়েছো,
তোমার অপেক্ষা যে এতো দীর্ঘ সময়, ভালো না বাসলে বুঝতামই না।