তোমাতে তুমি খুঁজবে আমায়
বোঝার আগে পরে,
দুরের মাঝে সময় লড়াইয়ে
মনের ছোট্ট ঘরে।
ভুলের তরে ভুলগুলো সব
নব খেয়ালে আঁকা,
দুর দিগন্ত খেয়ার ত্বরায়
স্বপ্ন রঙিন ফাঁকা।
আঁধারে তুমি কালো খুঁজেছো
দেখোনি কোন ছায়া,
জোনাকি গুলো ঐ ধারাতেই
দিচ্ছে আলোক মায়া।
পড়া ফাঁকির দিনগুলো সব
ভুল স্বপ্নের লিপি,
নদী তটের বৈকালী পবন
শব্দ হর্নের পি পি।
স্বার্থ নেশায় মনের ভাষায়
কুৎসিত দৃষ্টি কালো,
প্রশ্ন এখন ভবের মায়ায়
কেমনে আছো ভালো।