খুব সকালে কিচির মিচির
পাখির কলরব,
শিশির ছোঁয়া দূর্বা ঘাসে
শীতল অনুভব।

আলোক প্রভা দেখার আগে
খুলে আমার আঁখি,
অলস মোরগ কোথায় আছে
একটুখানি ডাকি।

দাদা দাদু ঘর মেঝেতে
ব্যস্ত নামাজ পড়তে,
বাবা মায়ের কাজের শুরু
দিনের হাল ধরতে।

শীতের আভাস হেমন্ত শেষে
ভারী পোশাক গায়ে,
ধরছে মাছ নদীর বাঁকে
জেলেরা ঐ নায়ে।

কৃষাণ যুবক ছুটলো মাঠে
সোনালী ফসলে রূপ,
এমনি আমার গ্রাম বাংলা
সুখ যেখানে খুব।