তৃষ্ণা কি আর মিটে বলো
তোমায় দেখার তরে,
তবুও কাজ বাইরে রেখেই
মনটা নেহাত ঘরে।
মন জানালা খোলা রেখেই
নিদ্রা গভীর রাতে,
স্বপ্ন ডিঙায় দুর দুরন্তের
থাকা তোমার সাথে।
আবেগ গুলো বিবেক দিয়ে
বাসে বেশি ভালো,
মন নদীতে বানের জোয়ার
নৌকা কুপি আলো।
স্বাদের আশা পেটের ক্ষুধায়
যদিও কষ্ট আসে,
আগলে রাখা বিষাদ গোপন
শুধুই ভালোবেসে।
মিষ্টি রাগের তেতো কথায়
মন খারাপের হাসি,
আড়াল করে নয়ন জলেই
তোমার তরে আসি।