যুদ্ধের তরে প্রতিটি ঘরে নেমে আসে দুর্দশা
তবে কার মাঝে কালো ছায়ার ভাঁজে স্বার্থর ভরসা
ধর্ষিত বোন করে ক্রন্দন লণ্ডভণ্ড মায়ের শালীনতায়
তখন কার সময় পোলাও মাংস খায় ভিখারি বনে নীরবতায়
বিবাদের তরে আহাজারি বাড়ে জীবন যুদ্ধের দামামায়
মরি মরি ভয় হয় পরাজয় দুর্দশা আজি কে থামায়
শুরু হোক বা শেষ হোক মারা ও মরার মাঝেই গর্ব
সত্য বা মিথ্যে চলে বুক চিত্তে করে থাকে নিরীহকে খর্ব।
জন্মের তরে মানবতা মরে অর্থ বানিজ্য মেলায়
জীবনের ভবে দুর্দশা রবে কালো মেঘের বর্ষণ খেলায়
নেশা আর পেশাতে উঁচুনিচু ভেদাভেদ ধামাচাপা চলছে
সত্য আর মিথ্যায় বেহুদা ঝগড়ায় সুবিধাবাদীরা বলছে
অঘটন আর ঘটনে কুৎসা রটনে পুঁজিবাদ সুবিধা পায়
যুদ্ধ ও দাঙ্গা ব্যাবসায়ী চাঙ্গা নিরীহরা সর্বস্ব হারায়
এমনই খেলা রঙের মেলা প্রতিক্ষণ জীবন যুদ্ধ চলছে
আসন আর ভাষণে প্রহসন বিবর্ণ মিথ্যে বাণী বলছে।
অংকের সংখ্যায় গণনায় শংকা দিনরাত চলে চুপি চুপি
কাগজের ফাইল কিলোমিটার মাইল চিত্রের রঙ্গে বহুরূপী
শুকনো মাথাতে ভিজে থাকা শাখাতে আপদের ছবি পাই
যুদ্ধের চিহ্নের ঘায়ে কষাঘাতে ফাটা গা, প্রমান রাখে নাই
হিসাবে ভালো রাখা তেল দিয়ে টিকে থাকা বরাবরের মত
দেখার আছে কে সরকার প্রধানকে দিয়ে ধোঁকা অবিরত
ভালবাসায় খোলামেলা কথা বলা অবেলা দুষ্টের চেহারায়
যুদ্ধের দামামায় স্বার্থের তকমা অনাহারী বানিয়ে মজা পায়।