প্রিয় সুহাসিনী মায়া
আজকের এই চিঠি হয়তো তোমার হাতে পৌঁছাবে না,
ডাক পিওন'রা এখন আর রানার হয়ে বাড়ি বাড়ি পৌছায় না।
ওরাও এখন আধুনিক ইমেইলে যুক্ত হয়ে আছে, ঠিক তোমার মত।
তুমি যেমন কাছে থেকেও কাছে নেই, ওরাও তেমন চিঠি দেয় দেখা যায় ছোঁয়া যায় না।
গত মাসে তোমায় দেখতে গিয়েছিলাম তোমার বাড়ির পাশে
তোমার বাড়ি'তো আর আমি চিনি না, তাই দেখতে পাইনি।
জানো অনেক রাত পর্যন্ত অপেক্ষায় ছিলাম, যদি একটু দেখা পাই তোমার!
শেষে যখন আর কেউ রাস্তার মাঝে ছিল না তখন পায়ে হেটে বাড়িতে আসলাম
বাড়িতে আসতে আসতে অবশ্য সূর্যের দেখা মিলেছে, মিলেছে একটা পাগলের বেশ।
তুমি কি ওখানেই আছো মায়া, আমায় যে বাড়ির কথা বলেছিলে?
তোমায় কেন দেখতে পেলাম না, কেউ কি তোমায় চেনে না?
তোমার নাম বলে কতজনকে জিজ্ঞাসা করেছি, কেউ উত্তর দেয়নি তবে একটি ছেলে কথা না বলে দৌড়ে চলে যেতে দেখেছি।
মায়া তুমি কি আমার আগের চিঠিগুলো পেয়েছিলে! তোমার কোন উত্তর পাইনিতো তাই।
তোমার জন্যই আমি ফেসবুক খুলেছিলাম, প্রতিদিন দেখতাম তোমার দেওয়া ছবিটা
কেন জানি ওখানের ছবিটা ক'দিন থেকে দেখিনা, কি যেন ইংরেজিতে প্রশ্ন করে!
আমার যে আর কোন বন্ধু নাই, তবে কি বন্ধ করে দিবো ফেসবুক?
আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আসবে, তোমার ফোন আসবে___
ওহ! আরও মনে পড়লো তুমি আর কোন ফোন কিনো'কি, নাকি আমাকে জানাও'নি
আমার জমানো কথাগুলো তোমায় বলার জন্য মনটা উদাসী হয়ে আছে
এবারের চিঠিটা যদি পাও তবে জানিও আমি আর কতকাল তোমার অপেক্ষায় থাকবো?
তোমার শেষবার একটা কথা বলেছিলাম মনে আছে!
বাকিটুকু পরে যোগ করে দিবো