একটা পণ্য কিনবো দেখতে সুন্দর
বাহারি বিজ্ঞাপনের সুমধুর নাম,
হোক না বাজে তাতে কি দেখা ধোঁকা ঘোর
মোড়কে বেঁধে দিয়েছে নিতে বেশি দাম।
একটা কবিতা লিখি নগ্নতায় মাখা
পাঠক প্রাপ্তি অনেক রসালো মন্তব্য,
যৌনতায় মনে তৃপ্তি কথা শোনা বাঁকা
সুউচ্চে পৌঁছাতে ধরি এমনি গন্তব্য।

বিবেক এখানে শেষ মিথ্যে ভাবা হবে
স্বার্থের নেশায় করা প্রতিটি উদ্ভব
বিবেকহীনে মাতানো নোংরামি উৎসব
সুন্দর ব্যাহত করে চিরায়িত রবে।
তবুও আমরা ছুটি চাকচিক্যতায়
অবিরত ধ্বংস খেলা করে অভিনয়।