দোষ'টা কোন ধর্মের নয়
দোষ'টা বিবেক বুদ্ধির
ধর্মের তরে আঘাত হেনে
কিসের করে শুদ্ধির।
যে করবে কুৎসা রটনা
অচেনা ভিন্ন পথে,
তিরস্কারে শাস্তিও দিও
চলতে বাধা রথে।
উস্কানিতো সবাই দিবে
অল্প বিদ্যার চিত্র,
অবমাননা করলে তবেই
রবে নাতো মিত্র।
কোরআন পাঠের তীক্ষ্ণতায়
জানবে সঠিক দিক,
আল্লাহ্ তাই শয়তানকে ঐ
বলেছে দিতে ধিক।