অসুখ বিসুখ নিত্য ঘরে
ওষুধ নিয়ে খেলা,
স্বজন ভাজন আশা যাওয়া
দেখা দেখির মেলা।
শুয়ে থাকা কষ্ট বেথা
তবুও বিরাম নাই,
প্রশ্ন বুঝি হরেক রকম
উত্তর দেওয়া চাই।
ডাক্তার আসে সময় মত
একা থাকতে বলে,
ভালো নাই জানলে সবাই
নিয়ম মেনে কি চলে ?
অসুখ বুঝি সারবে না আর
মরতে এবার হবে !
হারিয়ে যাব অচিন দেশে
কাঁদবে বুঝি সবে।