কাকা আয় বলছে সে কত কষ্ট করে
প্রতিবন্ধী বলে আজ আসে না এ বুকে
প্রতিদিন চলে তার হাত হাঁটু ভরে
নিদ্রাহীন চোখ তার কতটা'ই দুঃখে।
আশায় থাকে চেয়ে ঐ পিপাসার তরে
ভয়ে কাটে বেলা ক্ষণ আপন ভুবন
করুণার মায়া ঘেরা শুধু অনাদরে
মন-ক্ষয় প্রতিদিন কাকা'র জীবন।
চারিপাশ অন্ধকার সমাজের দান
অবুঝ হৃদয় হয় কঠিন পাথর
ক্ষত আঘাতে রক্তাক্ত বুকের ভিতর
ধনী নয় বলে তার নেই অভিমান।
অসহায় তবু চায় একটু ভরসা
সমাজ কি দিবে তাকে বাঁচিবার আশা।