অন্ধ প্রেমের গন্ধ দেখ ছড়ায় চারিপাশে
মাথায় টাক গলার হাঁক বাচ্চারা দেখে হাসে
মেজাজ ভারি চশমা চোখে চলেন দেখে শুনে
ভালবাসার ময়নার মা হিসেব রাখেন গুনে
বুদ্ধু কাকা যুদ্ধ করেন বিবির প্রেমে অন্ধ
পড়শী ছেলের হাই হ্যালোতে ছিটায় মুখের গন্ধ
বিবিখানা সুন্দরী গো পাড়ার লোকে কয়
পরির মত বিবি বলেই মনের মধ্যে ভয়।
বুদ্ধু কাকার বয়স যেন বিরাট কমের হিসাব
বিয়ের জন্য রঙ তামাশার কিনে ছিল কিতাব
তবুও বুঝি হয়নি মনের ভালবাসার টান
তাইতো এখন লুকিয়ে রাখে সাধের জোড়া কান।
আড়ি পাতার সুনাম আছে গাঁয়ে সবার তরে
তবুও দ্যাখে ময়নার মা কথা বলছে ঘরে।