গীবত রটনে যার নিত্য অভ্যাস
মনে মনে ভাবে সে করে পরিহাস
নাই যার মান! নাই জাত কুল
নিজেই নিজে বড় আর সব ভুল।

ধনী হোক গরীব হোক সব তার ছোট
সহজ কঠিন সবই তার কাছে খাটো
দাঁরে দাঁরে ঘুরে ঘুরে কথা নেয় কিনে
ধর্মে বিশ্বাসী সে ক্ষতি করে দিনে।

ভালো নয় অমুক তমুক ভালো নয় কেউ
কুকুরের মত সারাক্ষণ করে ঘেউ ঘেউ
জ্ঞানের পাহাড় ভেবে মনে রাখে না ভয়
নিরীহ মানুষ গুলোকে করে শুধু অসহায়।