অতটাই ভাবী যতোটা পাওয়ার আশা নাই
তবুও ভাবার মতো অন্ধকারে নিরাশা পাই
করতালির অপেক্ষায় থাকে বিজয়ের নিশান
পরাজয় আসতেও পারে, যেতে পারে প্রাণ।

এগিয়ে যাওয়ার আগ্রাসী মনভাব বিষকাঁটায়
রক্তের মাঝে আনন্দের বন্যা খুঁজে নেওয়ায়
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা সামনে কি হবে?
এই দুনিয়ার মোহ আর কতকাল এমনি রবে?

বাইশের আবহ চলে এসেছে মৃত্যু পাল নিয়ে
করোনায় মহাকাব্য রচনা কালী শূন্যতে গিয়ে
হয়তো'বা পড়ে রবে কেউ বাণিজ্য মোহ মায়া
অপেক্ষার বিজয় হয়তো হবে পরাজয়ে ছায়া

চলমান