গোধূলি লগ্নে ফিকে হয়ে যাওয়া শুভ্র আকাশ যে ক্লান্ত
বৃষ্টিতে ভিজে ভিজে সূর্য শিকারি এখন রঙ খয়েরী,
নিঃস্বপ্রভ থাকা গোলাপ জলের ছোঁয়ায় নেচে উঠলো না
ধরা দিলো না ভালবাসার পরম শান্তি।
চশমার ফ্রেমে দেখে যাওয়া দালান কোঠার আত্মসমর্পণ
করুন আর্তনাদের চিৎকার ভেঙ্গে যাওয়া ভালোলাগার।
মনের আরশিতে খুঁজে নেওয়া জলকণা হাতে খুঁজি
নীরবতার খেয়ালী অভিসারে পাই ধুপের গন্ধ,
আড়িপাতা কান শোঁ শোঁ শব্দ ছাড়া যে কিছুই শোনে না।
ঝাপসা দেখা ভেজা কাক বোবা কণ্ঠে ডাকছে
সুপ্ত অনুভূতি তখন-ও খুঁজে নেয় মায়া,
ভালবাসার মায়া আজও আগের মতো।
নেই ভাষা, ভীতু দৃষ্টি আর নীরবতা
দ্যাখ দ্যাখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শব্দ কানে ভাসে
অপেক্ষার পালাবদল এই বসন্তের ঝড়ে শুধু নয়!
প্রতিটি ঋতুই এমন হয়,
শুধু দেখার আর একটা উপন্যাসের গল্প হবার।
আবারও দমকা হাওয়া,
সূর্যের আলো ছিটে ফোটাও নেই,
নেই আজকে দেখার পর্ব, যা বাকী থেকে যায় অবিরত
সাথে দিয়ে আশা, হতাশা আর মসৃণ ভালোবাসা।