একুশ হলো মায়ের ছেলে
শহীদের রক্তে লাল,
একুশ আমার গায়ের নদী
মাঝি'র তোলা পাল।
একুশ আমার মুক্ত ভাষা
কান্না বোনের মুখ,
একুশ আমার মায়ের বুকে
একটু খানি সুখ।
একুশ হলো মাতৃভাষা
লাল পলাশের ফুল,
কৃষ্ণচূড়ার কলি দিয়ে
বাচ্চা মেয়ের দুল।
একুশ আমার ছোট্ট ঘরে
বুক ফুলিয়ে থাকা,
একুশ হলো বাংলা ভাষায়
মা বলে ডাকা।