(আসরের নতুন কবি শাহনূর এর কবিতা "বেগুনী বোগেনভিলার সংক্রান্তি" পাঠ করে আমার এই লেখা। তাই তাকেই উৎসর্গ করলাম)
কল্পনার হয়তো এখানেই শেষ, নদী তটের কল্ললে
এই ধারায় দিশে হারায় ছুটোছুটি আর কতকাল,
রাজ্যের সীমানা হয়তো ছোট হয়ে আসবে ক্ষণ
লুণ্ঠিত শাসকের আগমনী বার্তায় এই মহাকাল।
আমি ক্লান্ত হয়ে কল্পনার রাজ্যে ঘুমিয়ে পড়েছিলাম
রোদের উষ্ণতা আমাকে একটুও ছুঁয়ে দেয়নি বুঝি,
বিষাদের গল্প ভেসে আসে স্বপ্নের করিডোর ঘিরে
মোহনা এসেছে! জীবনের শেষ প্রান্তে তোমাকে খুঁজি।
রসিকতার প্রেমে ডুবে ডুবে জল খাওয়ার ঘণ্টা বাজে
মহলের আস্মাদান মনের ভিতর আগলে রেখেছি সেই,
শারত প্রাতে বর্ষার বৃষ্টি মেঘ মাল্লাকে দিয়ে ছুটি
তবুও তোমাতে কল্পনাতে খুঁজে ফিরি! কোথাও কি নেই?
বড় তরীর কামড়ায় ভাগাভাগি বহু যুগলের আলিঙ্গন
শঙ্খচিলের চোখ রাঙ্গানি নিশ্চুপতার আনাগোনা রূপ,
গহীন মাটিতে রক্তের খেলা হবে না বুঝি কল্পনায়
ভালবাসা হতাশায় ডুবে যাবে ভেবে আমি নিশ্চুপ।
নির্বুদ্ধিতায় আমার পরিশ্রান্ত জীবনের পাওনাগুল শেষ
অঘটনের মাঝে শুধু তুমিই ছিলে বড়ই শান্ত স্বভাবে,
তুমিও হয়ে গেলে শাসকের সেনাপতি লুণ্ঠনে তাণ্ডব
নিঃস্বতায় ভেঙ্গে পড়লাম তৃষ্ণার জল খুঁজি অভাবে।
কল্পনার হয়তো এখানেই শেষ, হয়তো পাড়ে ভিড়বে তরী
তোমায় ভালবাসতে অপেক্ষার প্রহর ক্ষীণ সময়ের ঘড়ি।