(কিছু পত্রিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন ওয়েব পেজ থেকে সংগৃহীত)

লিখতে এখন কলম চলেনা চোখের জলে ভাসি
ভয় পেয়ে যাই জ্বর আসলে একটু আবার কাশি।
এমন তেমন নয়গো ধারা চলছে কালের বিবর্তনে
প্রকৃতিকে শাসন করলে পাবে এমন ক্ষণে ক্ষণে।

মনের মাঝে ঘণ্টা বাজে বিষের বাদ্য হয়ে
করোনার জরে কাঁপছে সবে আমি কিবা সয়ে।
তুমি থাকো তোমার তরে একটু আলাদা
এই ভাইরাস এমন তেমন কালি মাখানো কাঁদা ।

অন্তর বাহির ভালবাসে না মন দিয়ে কেউ এখন
করোনায় করেছে মনের ভিতর মরন ব্যধির খনন।
আশার প্রদীপ জলছে দেখ ভেসে আকাশ পানে
ভীতু মনের মানুষ গুলো নয়তো কিছুই জানে ।

হাজার বছর চলছে বুঝি কালের বিবর্তনে
নামের পরে নাম এসেছে জেনেছে কত জনে
মৃত্যু মিছিল মহামারী ব্যধির ধারায় চুপ
বিপদ ডেকে আমরাই আনি ভাইরাস দিয়ে রূপ।

ব্লাক ডেথ ভয়াল ছিল ১৩৪৭ সালে
মৃত্যু মিছিলে ৭ কোটি লোক মরেছিল সে কালে

বুবোনিক প্লেগ এসেছিল ১৪২০ সাল
মরণ ব্যাধি এমন ছিল পরেছিল আকাল

গুটি বসন্ত সব দিগন্ত দিয়ে ছিল হানা
১৫২০ সালে ৫ কোটি মৃত্যু হয়তো অজানা

বিউবোনিক প্লেগ অনন্য নাম ১৭২০ সালের
কয়েক বছরে ২০ কোটি মানব মৃত্যু সেকালের

৫ কোটি মানুষের মৃত্যু কারন স্প্যানিশ ফ্লু
১৯১৮ সালটি ছিল ভাইরাস উৎপত্তির ক্লু

ভয়াল থাবা এসেছে আরও গজব নাজিল হয়ে
হরেক নামের ভিন্ন রূপে মানব জাতির প্রলয়ে
প্রকৃতির বিধি হড়কে গেলে আসবে আরও কত
সময় থাকতে আল্লাহ্‌র কাছে কর মাথা নত।