কথা বলা যাবে না !
নিয়মটা এমনি
বিষয়টা যেমনি,
থাকা হবে নীরবে দাঁড়িয়ে
মনটাকে বিষণ্ণ মাড়িয়ে।
চাপ তো ভাই চিরচেনা
রক্ত ঘামের মুল্যে কেনা,
তবুও তো ভুলের তরে
মাস শেষে হচ্ছি দেনা।
এর মাঝেও মন শিয়ালে
একটু লাগায় প্যাঁচ
উঁচু গলার খ্যাচ,
হয় না কিছু ইচ্ছে মতো
মালিক চাওয়া দিচ্ছে যতো।
চলমান
# খ্যাচ > ঝগড়াটে কথা বলা