বাবা বাবা, এবার কি একটা জামা দিবা ?
প্রতি বারই বল দিবা দিবা আর'তো দাও না
সবাই যেমন কিনছে জামা দেখায় আমাকে
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি তবুও আমায় ডাকে।

দিবোরে বাপ ধৈর্য ধর পকেট এখন ফাঁকা
তোর মায়ের ওষুধ কিনতে শেষ হয়েছে টাকা
যা ছিল আর দিয়েছি সব ত্রানের কার্ড পেতে
ত্রানের আশায় আছিরে বাপ তবেই পাব খেতে।

কিনে দিবো তোকে নতুন জামা সাথে একটি লুঙ্গি
ঈদের দিনে তোর খুশীতেই মুচকি হাসির ভঙ্গি
পুরনো কাপড় ভালো করে ধুয়ে নে চক চকে যেন হয়
তোর মায়েরে জালাসনে'রে বাপ, তাকে নিয়েই যে ভয়।

বাবা তুমি কাজে যাওনা কেন? সারাদিন ঘরে থাকো
সাদা ভাত আর কত দিন খাবো ভালো লাগে না খাইতে
মাছ মাংস কিনো না কেন ? অন্য বাজার ও যে নাই
পোলাও সেমাই আনবে কি না বল? আমি জানতে চাই!

বলিস না আর কাজ যে নাই, কি করব বল ?
তোর খুশীর জন্য দু'হাত পাতি চোখে রেখে জল
বেচার মত কিছুই নেই আর এইটুকু ঘর ছাড়া
ঝড় বাদলে পানি পরে জানিস আমি যে কর্মহারা।

তোর মায়ের সাথে আমিও যে বাপ অসুখে পরে আছি
শীতের কালে খেজুর গাছের ছিলাম যে এক গাছি।
যা কিছু আছে তাই নিয়ে বাপ একটু ভালো থাক
অভাবী আমি কষ্ট পেলেও করিস না কোন রাগ।

তবে কি বাবা ঈদের দিনে নামাজে যাবো না
সবার বাসায় কোরমা পোলাও আমি কি খাবো না
পুরনো কাপড়ে কেমনে করবো কোলাকুলি আর খেলা
ঈদের খুশি আমি কি বাবা আর কখনো পাবো না?

পরের দানে চলছিরে বাপ তবুও কষ্ট নাই
তোর খুশীর জন্যই বেঁচে আছি হাত পেতে যা পাই
ত্রানের আশায় ধৈর্য ধরেছি একটু সবুর কর
ঈদের এখনও একদিন বাকী আছে'তো শেষ ঘর।