জন্মের তরে ধাত্রী ধরে শুরু হয় চুরি করা
নিদ্রা যাপনে মৃত্যুর কাফনে চুরির নেই খরা
উঁচু লোক নিচু লোক চুরিতেই বাহ বাহ পায়
চুরির পণ্য বউয়ের জন্য মা থাকে জেল খানায়।

কবিতা আর কি জ্ঞানের কাণ্ডারি মনের কথায়
ফেসবুকে চোরের বিচরণ চুরি ঠেকানো যে দায়
চোরের চুরিতে থেমে থাকে না কর্মের মাপকাঠি
নিজেকে গড় তুমি যতন করে মাটির মত খাঁটি।

নামের চুরিতে শুরু হয় জীবনের নতুন ভুবন
লেখাপড়ার মাঝে প্রতিটি ভাঁজেই চুরির কুপন
বোঝার আগেই চুরির বিদ্যা ক্রমশই রপ্ত করা
বড় হলেই বারে বোঝা অন্যের ঘারে চোর অধরা।

চোরের ঘরেও দেখি চুরি হয় আজ ধামাচাপা দিয়ে
সংসার কিবা সংসদ বাদ যায় না চুরির কথা নিয়ে
ধ্যানে জ্ঞানে চোরের খনি পরতে পরতে ধান্দা
আইন প্রণেতাই রেখেছে ফাঁক বিচারক যে আন্ধা।

অফিস আদালতের পরতে পরতে চুরির পসরা চলে
রাজনীতির বাণী শুধুই কাহানি প্রতিরোধের গল্প বলে
গরীবের হক ধনীর পকেটে, গরীব চোরও নেই কম
অভাগা যারা কষ্টই সাহারা পরিশ্রমে পায় না দম।




( আনোয়ার হোসেন সোহাগ লেখা চুরি কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। এই কবিতা তাকেই উৎসর্গ করলাম)