নিত্য চুরি ফেসবুক ঘুরি
উড়ায় জ্ঞানের আলো,
উঁচু গলায় মিথ্যে বলায়
করছে সাহিত্য কালো।
আবার দেখি বিরোধ মিছিল
দিচ্ছে পাড়ায় পাড়ায়
হাতের মুঠে ফোনটি দেখে
কথার মায়ায় হারায়।
চুরির জ্ঞানে লম্বা খাটো
মুখ চোখেতে হাসি,
ফসকে যাওয়া মিথ্যে বলা
খুশ-খুশি তার কাশি।
নকলে নকল বাপরে বাপ
প্রতিযোগিতায় নাম,
ফান্দে পড়লে আবার বলে
অমক সালার কাম।
ক্ষমা চাইছি করবো না আর
এমন চুরির কাজ,
সময় হিসাব পাল্টে গেলেই
চুরিতে হয়না লাজ।